জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহারের দাবিতে সোচ্চার টিইসিএ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ বন্ধ সহ জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করার দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার এসোসিয়েশন (টিইসিএ)। আজ সংগঠনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে।

সংগঠনের জনৈক ব্যক্তি জানিয়েছেন, সারা দেশ ব্যাপী জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করার দাবিতে আন্দোলনে মিলিত হয়েছে টিইসিএ। এরই অঙ্গ হিসেবে আজ সংগঠনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সংগঠনের দাবি, বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ বন্ধ করা, জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করা সহ স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে।