বিধানসভায় ইউসিসি বিল পেশ করলেন পুষ্কর সিং ধামি, উঠল বন্দেমাতরম ধ্বনি

দেহরাদূন, ৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) উত্তরাখণ্ড ২০২৪ বিল পেশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ধামি যখন ইউসিসি বেল পেশ করেন, তখন ‘বন্দেমাতরম’, ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রতিধ্বনিত হয় বিধানসভায়। এই বিল পেশ হওয়ার পর বিধানসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

কার্য উপদেষ্টা কমিটি গতকাল বিধানসভায় বিলটি উত্থাপনের অনুমতি দেয়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসির খসড়া নিয়ে আলোচনা এবং মতামত দেওয়ার জন্য বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে গত রবিবার উত্তরাখন্ড মন্ত্রিসভা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিলে অনুমোদন দেয়। বিলটি আইনে পরিণত হলে অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণকারী প্রথম ভারতীয় রাজ্য হবে উত্তরাখন্ড।