মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফেরও উত্তর পত্র লেখা যাবে : পর্ষদ সভাপতি

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : রোমান হরফেরও উত্তর পত্র লেখা যাবে। বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব সেন্টারকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে,প্রশ্নপত্র রোমান হরফে করা সম্ভব নেই। কারণ,সময়সীমা পেরিয়ে গেছে।

প্রসঙ্গত, গত ২৯ ও ৩০ জানুয়ারি পর্ষদের কনফারেন্স হলে ত্রিপুরার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক বৈঠক করা হয়েছিল। মূলত, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মকানুন নিয়ে ওই বৈঠক করা হয়েছিল। তাছাড়া,পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য নিকটবর্তী থানায় চিঠি দিয়ে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নির্দেশ দিয়েছেন পর্ষদের সভাপতি।

তাঁর কথায়, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র মূল্যায়ন করতে সমস্যা হয়। কারণ, বাংলা ছাড়া রোমান হরফে লেখা হলে উত্তরপত্র মূল্যায়নে সমস্যা হতে পারে।

তাছাড়া, বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্র ছাত্রীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিষয়ে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরীর বিরুদ্ধে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা রুজু করেছিলেন টিএসএফের সহ সভাপতি জন দেবর্বমা।

আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, রোমান হরফের ও উত্তর পত্র লেখা যাবে। বোর্ডের থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব সেন্টারকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে, প্রশ্নপত্র রোমান হরফে করা সম্ভব নেই। কারণ,সময়সীমা পেরিয়ে গেছে বলে জানান তিনি।