শুভেন্দুর প্ররোচনায় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় : শশী পাঁজা

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): সোমবার সকাল থেকেই দুর্নীতির খোঁজে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। বাংলা জুড়ে চলছে তল্লাশি অভিযান। ঝাড়গ্রাম, বিধাননগর, হুগলি–সহ একাধিক জায়গায় সদলবলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তা নিয়ে মুখ খুললেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ তথা বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা।

ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী নিজেই দেবেন ১০০ দিনের কাজের টাকা। আর সে কারণেই আবারো সক্রিয় ইডি সিবিআই। রাজ্যের বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে প্ররোচনা দিয়েছেন তাই ইডি সিবিআই দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে।”