ম্যানচেস্টার, ৫ ফেব্রুয়ারি (হি.স.): জন্মদিনে চমৎকার গোল করলেন গাসমুস হয়লুন আর বিরতির পর আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলের নৈপুণ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। গত নভেম্বরের পর লিগে টানা দুই ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। ২৩ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে সাতে নেমে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
2024-02-05