থানার ওসি স্তরে বড় রদবদল

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : রাজ্য পুলিশে এবার থানা ওসি স্তরে রদবদল হয়েছে। পুলিশের ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর স্তরে মোট ১৫ টি থানায় ১৭ জন ওসিকে রদবদল করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তরের তরফ থেকে এক বদলির নির্দেশ প্রকাশিত হয়েছে।

তাতে, পশ্চিম থানার ওসির দায়িত্বে আসছেন ইন্সপেক্টর পরিতোষ দাস। পূর্ব থানার দায়িত্বে ইন্সপেক্টর সঞ্জিত সেন। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জিকে বিশালগড় থানার ওসি করা হয়েছে। তাছাড়া, রাজধানীর জিআরপি থানার ওসির দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর তাপস দাস। পশ্চিম থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমার দেকে সোনামুড়া থানায় ওসি করা হয়েছে এবং সোনামুড়া থানার ওসি পরিতোষ দাসকে পশ্চিম থানার ওসি করা হয়েছে।

এছাড়া লেফুঙা, লেম্বুছড়া, সিধাই, তেলিয়ামুড়া, কাকড়াবন, তৈদু, ছৈল্যাংটা, আমবাসা, মনু বনকুল, চাম্পা হাওর সহ বিভিন্ন থানার ওসিদের রদ বদল করা হয়েছে।