রাজ্যে প্রবেশের পথে কনটেইনার গাড়ি থেকে নেশা সামগ্রী সহ আটক এক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ ফেব্রুয়ারি: গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় পাচা‌রের প‌থে বাজা‌রিছড়া থানা‌ধীন চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে ধরা পড়ল প্রায় কুড়ি লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাফ। এই ঘটনায় গা‌ড়ি চাল‌কেও আটক ক‌রে‌ছে পু‌লিশ।

এ ম‌র্মে গেট ইনচার্জ প্রণব মি‌লি জানান যে র‌বিবার সকা‌লে এএস-ইউপি-২১- সি এন ৭৬৫৬ নম্ব‌রের এক‌টি শীতবস্ত্র বোঝাই মা অন্নপূর্ণা ‌বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট সংস্থার ক‌ন্টেনার গা‌ড়ি চুরাইবা‌ড়ি‌ পু‌লিশ চেক গে‌টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ। এ‌তে বি‌ভিন্ন শীত ব‌স্ত্রের আড়াল থে‌কে বা‌রো কার্টু‌নে ১৯২০ বোতল নেশা জাতীয় কফসিরাফ এস্কাফ উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মুল‌্য কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় জ‌ড়িত থাকার দা‌য়ে আটক করা হয়ে‌ছে গা‌ড়ি চাল‌কেও।তার নাম গুলফাম আলী। তার বা‌ড়ি উত্তরপ্রদে‌শে। পু‌লিশ সুনি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌কে সোমবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে।