আগরতলা, ৩ ফেব্রুয়ারি: দেশের মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিশায় কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে শক্তি বন্দন কর্মশালার একথা বলেন মুখ্যমন্ত্রী উধ্যাপক ডা. মানিক সাহা।
এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাঙ্ঘঠনিক ভাবে প্রস্তুতি সেড়ে নিচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি। তারই অঙ্গ হিসাবে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে শক্তি বন্দন কর্মশালার আয়োজন করা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মহিলা স্ব-সহায়ক দল এবং এনজিওকে নিয়ে সম্পর্ক অভিযানের লক্ষ্য নিয়েছে সরকার। তিনমাস ব্যাপী রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তাঁর কথায়, দেশের মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিশায় কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

