৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ঝাড়খণ্ড রাজভবন উদ্যান

রাঁচি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য ঝাড়খণ্ড রাজভবন উদ্যানের দরজা খুলে দেওয়া হবে। উদ্যানটি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত খোলা থাকবে। সকাল ১০টায় রাজভবনের গেট নম্বর-২ থেকে রেজিস্ট্রেশন ও নিরাপত্তা যাচাইয়ের পর যে কোনও ব্যক্তি বেলা ১টা পর্যন্ত বিনামূল্যে রাজভবনে প্রবেশ করতে পারবেন। জনগণের ভিড়ের কথা মাথায় রেখে দর্শনার্থীদের শুধুমাত্র ৩০ মিনিটের জন্য ভিতরে থাকার নিয়ম করা হয়েছে। প্রবেশের জন্য প্রত্যেক ব্যক্তিকে পরিচয়পত্র নিয়ে আসতে হবে। পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।

এই উদ্যানে দর্শনীয় অনেক কিছু রয়েছে যেমন ৪০০ প্রজাতির ১৭ হাজারেরও বেশি গোলাপ, ভারত-পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত ট্যাংক, বিদেশ থেকে আনা ফুলসহ বড় বড় চরকা, শহীদ স্থান। ঝাড়খণ্ড রাজভবন প্রায় ৫২ একর জুড়ে অবস্থিত। রাজভবন ১৯৩০ সালে নির্মিত হয়েছিল। উদ্যানটি সর্বপ্রথম ২০০৪ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।