রিয়াদ, ৩ ফেব্রুয়ারি(হি.স.): এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে চলে গেল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৪২ মিনিটে ক্রেগ গডউইনের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় শেষ মুহূর্তে বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে অস্ট্রেলিয়ার বক্সে সনকে ফেলে দেন লুইস মিলার। পেনাল্টি পায় কোরিয়া। সেখান থেকে গোল করেন হাওয়াং হি-চ্যান।
কোরিয়া ১-১ গোলে সমতা আনার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে অস্ট্রেলিয়ার বক্সে ফ্রি কিক পায় ইয়ুর্গেন ক্লিন্সমানের দল। এই ফ্রি কিক থেকে বাঁকানো শটে গোল করে দক্ষিণ কোরিয়াকে দুর্দান্ত জয় এনে দেন সন। এবার সেমিফাইনালে ক্লিন্সমানের দল মুখোমুখি হবে জর্ডানের।

