নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ ফেব্রুয়ারি: প্রথমবারের মতো উত্তর জেলা সফরে আসেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। বৃহস্পতিবার দুই দিনের উত্তর জেলা সফরে আসেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। উত্তর জেলা কার্যালয়ে তিনি এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন।
উনার সাথে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, বাগ বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ সহ উত্তর জেলার মহিলা মোর্চার বিভিন্ন স্তরের মহিলা সংগঠকরা।
প্রথমবারের মতো জেলা কার্যালয়ে মহিলা মোর্চার সদস্যদের সাথে মিলিত হয়ে তিনি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা কামনা করেন। তিনি বলেন ছত্রিশগড় মধ্যপ্রদেশ এবং রাজস্থান বিধানসভা ভোটে জয়লাভ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের একটা জাত বলে সম্বোধন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে কেমন করে মহিলারা এগিয়ে যাবে তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন ।
রাজ্যের মহিলারা দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে চলেছে। রাজ্যে ও মহিলা মোর্চা দেশ শক্তিশালী তবে তাকে আরো শক্তিশালী করার দায়িত্ব অর্পণ করা হয়েছে মিমি মজুমদারকে মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রীর দায়িত্ব অর্পণ করে। সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে দীক্ষিত হয়ে একেবারে নিচু স্তর পর্যন্ত মহিলাদের কোথায় কি অসুবিধা রয়েছে তা দূরীভূত করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মহিলা মোর্চার মুখ্য ভূমিকা।
২০২৩ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলারা বিজেপি দলের জয়ী হওয়ার ক্ষেত্রে যেমন মুখ্য ভূমিকা পালন করেছিল তেমনি আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে মহিলারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি পদ্মফুল তুলে দেবে এই সংকল্প নিয়ে মহিলা মোর্চা কাজ করে চলেছে। সাংবাদিকদের সাথে মিলিত হওয়ার পর তিনি মহিলা মোর্চার বিভিন্ন স্তরের সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক সম্পন্ন করেন। জানা গেছে বৃহস্পতিবার রাত্রিযাপন তিনি ধর্মনগরের সার্কিট হাউসে করবেন এবং কাল ও কিছু সাংগঠনিক কাজ শেষ করে পুনরায় রাজধানীর উদ্দেশ্যে ফিরে যাবেন।