সোনারপুর, ৩১ জানুয়ারি (হি. স.) : ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে মাকে খুন করল ছেলে। নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে অভিযোগ। নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে অভিযুক্ত ছেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের দিদি স্বর্ণলতা হালদারের। দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ভাই শম্ভু হালদার। ধৃতকে বুধবার বারুইপুর আদালতে পেশ করা হয়।
রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাসগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা মায়া হালদার (৭২)। তিনি আয়ার কাজ করতেন। মঙ্গলবার কাজ সেরে রাত্রি ৯টা নাগাদ বাড়ি ফেরেন। রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা করে ছেলে। তারপর ধারালো অস্ত্র নিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপরে। ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।