BRAKING NEWS

লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জানুয়ারি: লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল রাজ্যের সর্বত্র সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। প্রতিটি জেলা ব্লক ও মহাকুমাস্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ নজর দিয়েছে দল।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রতিটি এলাকা সফর করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর নজরদারি বজায় রেখেছেন।

বুধবার ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের সাথে মিলিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন  বিধায়ক আশিষ সাহা। আমবাসা, করমছড়া ,পেচারথল এবং পানিসাগর সাংগঠনিক সভা সম্পন্ন করে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান জেলাস্তর, ব্লক স্তর ,বুথ লেভেল এজেন্ট তৈরীর যে  কর্মসূচি কংগ্রেস দল নিয়েছিল তা কতটুকু হয়েছে তা পর্যবেক্ষণ করতেই এই সফর।  ইতিমধ্যেই এই সবগুলির রিপোর্ট আগরতলা পৌঁছে গেছে।

 যদিও তিনি একটি সামাজিক কাজে ধর্মনগর এসেছেন তবুও দলের কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে ফেব্রুয়ারি মাসে যে কয়েকটি কর্মসূচি রয়েছে তার বাস্তবায়নের জন্য আলোচনা করেন।

ফেব্রুয়ারি মাসে ছাত্র যুব মহিলাদের কনভেনশন হবে আগরতলাতে। তাছাড়া সার্ভিস ম্যান, ফিশারম্যান কংগ্রেস, আইটি সেল এর ট্রেনিং সম্পন্ন হবে আগরতলাতে আগামী মাসের প্রথম দিকে। আগামী লোকসভা নির্বাচনে বিকল্প বিরোধী শক্তি হিসেবে ইন্ডিয়া জোটের উত্থান হবে বলে তিনি আশাবাদী।

বিজেপি সরকারের কুশাসন এর লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে রাজ্যে কংগ্রেসের প্রচার চলছে বলে তিনি জানান। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। গোহাটিতে ভারত জোড়া ন্যায় যাত্রায় ত্রিপুরা থেকে ২২৫ জন প্রতিনিধি যোগদান করেছিলেন। ত্রিপুরাতেও রাহুল গান্ধী দুই দিনের সফরে আসবেন তবে কবে আসবেন এখনো তা তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন আশীষ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *