আগরতলা, ৩০ জানুয়ারি: দুর্ঘটনার কবলে পড়ল আঙুর বোঝাই কন্টেইনার গাড়ি। ঘটনা সোমবার গভীর রাতে গাড়ির চালক অল্পবিস্তর আহত হয়েছে।
জনৈক গাড়ির চালক বলেন, গতকাল রাতে বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে একটি কন্টেইনার গাড়ি। বাঁক নিতে গিয়ে ওই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তাতে অল্পবিস্তর আহত হয়েছে তিনি। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।

