শিমলা, ২৯ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। শীতের মরশুমে এই প্রথমবার হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। দু”টি পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে হিমাচল প্রদেশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে পরবর্তী ৪-৫ দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে শিমলা-সহ কাশ্মীরের নানা প্রান্তে। এছাড়াও কিন্নর, চম্বা, কুল্লু, মানালির উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে।
এদিকে, তুষারপাতের পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই হিমাচলে আসছেন পর্যটকরা, দেশের নানা প্রান্তে বহু পর্যটক অবশ্য এখনই হিমাচলে রয়েছেন। প্রকৃতি মুখ তুলে তাঁকাতেই শীতের মরশুমে আবারও ছন্দে ফিরছে হিমাচলের পর্যটন।

