কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): চড়া স্বরে কংগ্রেসের বিরোধিতা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোয়াজ করার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব। তাও তাল কাটল সোমবার। সরকারি জায়গায় রাহুল গান্ধীর থাকা-খাওয়ার ব্যবস্থায় না করে দিল জেলা প্রশাসন।
বাংলায় প্রবেশের পর রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে বারবার বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। স্বাভাবিকভাবেই তাঁদের নিশানায় ছিল রাজ্যের শাসক শিবির। যদিও রবিবারের কর্মসূচিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানা গেছে, মালদার রতুয়া থানা এলাকার ভালুকায় অতিথিশালায় মধ্যাহ্নভোজের অনুমতি চাওয়া হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু সেই অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অন্যদিকে আবার, মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে রাহুল গান্ধীর রাত্রিবাসের অনুমতিও দেওয়া হয়নি। কংগ্রেস জানিয়েছে, দুই ক্ষেত্রেই লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে তা নাকচ করে দেওয়া হয়েছে।
বর্তমানে বিহারে রয়েছে কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আগামী ৩১ জানুয়ারি ফের বাংলায় ঢুকছেন রাহুল গান্ধী। কিন্তু তার আগেই কংগ্রেস নেতার থাকা-খাওয়ার সমস্যা হয়ে গেল। বুধবার মালদার সুজাপুর হয়ে পুনরায় রাজ্যে ঢুকবে কংগ্রেসের যাত্রা।
পশ্চিমবঙ্গে যাত্রাকে বাধা দেওয়া নিয়ে কংগ্রেস কর্মীদের অভিযোগের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি দেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। নিরাপত্তার ইস্যুতে মমতাকে জানানো হয়েছিল। পাশাপাশি ন্যায় যাত্রার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আমন্ত্রণও জানান হয়েছিল কংগ্রেসের তরফে।
কংগ্রেসের ন্যায় যাত্রা যেভাবে বাধার সম্মুখীন হয়েছিল তা যাতে আর না হয়, তার জন্যই এমন ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস, তা মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সোমবারের এই খবর সামনে আসার পর ধারণা, সব চেষ্টা ব্যর্থ হল হাত শিবিরের।

