পাটনা, ২৯ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সোমবার কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, কংগ্রেস নিজেদের পুরোনো আকর্ষণ হারিয়েছে, কিন্তু অহঙ্কার একই রয়ে গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রারও সমালোচনা করেছেন রবিশঙ্কর প্রসাদ।
সোমবার বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বিরোধীদের আইএনডিআই জোট প্রসঙ্গে বলেছেন, “আইএনডিআই জোটে আস্থার অভাব ছিল, যখন তাঁদের একে অপরের সঙ্গে কথা বলা উচিত, তাঁরা তখন যাত্রায় ব্যস্ত। তাঁরা যেখানেই প্রবেশ করে, একটি দল জোট ছেড়ে যায়… কংগ্রেস নিজেদের পুরনো আকর্ষণ হারিয়ে ফেলেছে, কিন্তু অহঙ্কার একই রয়ে গিয়েছে।” রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “বিহারে যেভাবে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, তাতে নীতীশ কুমার অসন্তুষ্ট ছিলেন। আইএনডিআই জোট নীতীশ কুমারের মস্তিষ্কপ্রসূত, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছিল তাতে তিনি অসন্তুষ্ট ছিলেন।”

