১১ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ইয়াভতমাল জেলা সফরে প্রধানমন্ত্রী

মুম্বই, ২৯ জানুয়ারি (হি.স.) : আগামী ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় সফর করবেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের কারণে জেলা প্রশাসন জরুরি সভা ডেকে প্রস্তুতি বৈঠক শুরু করেছে।

প্রধানমন্ত্রী মোদীর এই সফরের কারণে পুলিশ ও রাজস্ব বিভাগ সহ মোট ২৫টি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইয়াভাতমাল জেলায় প্রধানমন্ত্রীর জনসভার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মোদী ১১ ফেব্রুয়ারি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ওয়ার্ধা থেকে নান্দেন এবং ওয়ার্ধা থেকে কলম্ব পর্যন্ত রেললাইন তৈরির সমস্ত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই কাজেরও উদ্বোধনের সম্ভাবনা রয়েছে মোদীর। প্রধানমন্ত্রী মোদী এর আগে নাসিক, মুম্বই এবং সোলাপুরে সফর করেছিলেন।