নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): চাপ কখনও এতটাও বেশি হওয়া উচিত নয়, যা কারও ক্ষমতাকে প্রভাবিত করে। সোমবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের যে কোনও প্রক্রিয়ায় ধীরে ধীরে বিকাশ হওয়া উচিত। বাবা-মা, শিক্ষক অথবা আত্মীয়-স্বজনদের কাছ থেকে নেতিবাচক তুলনা একজন শিক্ষার্থীর মানসিক সুস্থতার জন্য ক্ষতিকর। এটা ভালোর চেয়ে ক্ষতিই বেশি করে। বিদ্বেষপূর্ণ তুলনা ও কথাবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল ও আত্মবিশ্বাস হ্রাস না করে তাঁদের সাথে সঠিক ও আন্তরিক কথোপকথনের মাধ্যমে সমস্যাটির সমাধান নিশ্চিত করতে হবে।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সবসময় ইতিবাচক সম্পর্ক থাকতে হবে। একজন শিক্ষকের কাজ শুধু চাকরি করা নয়, জীবনকে উন্নত করা, জীবনকে শক্তি দেওয়া, এটাই পরিবর্তন আনে।” মোদীর কথায়, “পরীক্ষার চাপ শিক্ষার্থীদের পাশাপাশি পুরো পরিবার এবং শিক্ষকদের একসঙ্গে সমাধান করা উচিত। জীবনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে জীবন হয়ে উঠবে অনুপ্রেরণাহীন ও চেতনাহীন। তাই প্রতিযোগিতা থাকতে হবে, তবে সুস্থ প্রতিযোগিতাও থাকতে হবে।”

