অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার পদে নিয়োগের দাবিতে তালা ঝুলালো স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: মান্দাই আরডি ব্লকের অন্তর্গত পুনিরাম সরদারপাড়ায় স্থানীয় ভিলেজ কমিটির রেজুলেশন মোতাবেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার পদে নিয়োগের দাবিতে তালা ঝুলালো স্থানীয়রা।
মান্দাই ব্লকের অন্তর্গত পুনিরাম সরদারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিগত ১০ দিন যাবত তালা ঝুলিয়ে রাখল স্থানীয় জনতা।

অভিযোগ স্থানীয় ভিলেজ কমিটির রেজুলেশনকে মান্যতা না দিয়ে অন্য ওয়ার্ড থেকে এই অঙ্গনারী কেন্দ্রে হেল্পার পদে নিয়োগ। ফলে স্থানীয় জনগণ এই অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে পঠন-পাঠন বন্ধ করে দিয়েছে কচিকাঁচাদের।

সোমবার সিডিপি দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছলেও কোন সুরাহা আসেনি। পুনিরাম সরদারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘ বছর যাবত যিনি হেল্পার পদে কাজ করতো তিনি প্রয়াত হয়েছেন। এরপরই স্থানীয় এডিসি থেকে ওই পরিবারের একজনকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য রেজুলেশন পাঠানো হয়েছে সিডিপিও অফিসে।

কিন্তু সেই রেজুলেশনের মান্যতা না দিয়ে অন্য ওয়ার্ড থেকে অপর একজনকে এই অঙ্গনারী কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিগত ১০ দিন যাবত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়দের দাবি যেহেতু মল্লিকা দেববর্মা এই অঙ্গনারী কেন্দ্রে হেল্পার পদে বিগত দুই মাস যাবত কাজ করেছে এবং উনার নামের রেজুলেশন পাঠানো হয়েছে স্থানীয় ভিলেজ কমিটি থেকে, তাই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মল্লিক দেববর্মাকেই নিয়োগ পত্র দিতে হবে।

সোমবার সিডিপিও দপ্তরে আধিকারিক ঘটনা স্হলে এসে স্থানীয়দের সাথে কথা বললেও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। ফলে এই সমস্যাকে কেন্দ্র করে স্থানীয় কচিকাঁচাদের প্রাক প্রাথমিক শিক্ষাব্যবস্থা ঝুলন্ত অবস্থাতেই রয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *