চড়িলাম,২৯ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। সাথে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। এনডিপিএস ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি তাপস দাস।
বিশালগড় থানার ওসি তাপস দাস জানিয়েছেন, পুলিশের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরে নেশা কারবার চালাচ্ছে নোয়াপাড়া-৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আয়ুব খান(৪০)। দীর্ঘদিন ধরে ওত পেতে বসে আছে বিশালগড় থানার পুলিশ। অবশেষে শনিবার রাতে অভিযানে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে সাবানের বাক্স থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।

