রায়পুর, ২৯ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। সোমবার, ২৯ জানুয়ারি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
“পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এই আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষায় চাপমুক্ত থাকার নির্দেশ দেন। এদিনের এই অনুষ্ঠানে বিষ্ণুদেও সাই-এর সঙ্গে উপস্থিত ছিলেন, সংস্কৃতিমন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল, বিধায়ক অনুজ শর্মা এবং প্রচুর সংখ্যক শিক্ষক ও পড়ুয়া।
২০১৮ সালে প্রধানমন্ত্রী “পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠানের সূচনা করেছিলেন।

