নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): ভগবান রামের সুশাসন ভারতের সংবিধান প্রণেতাদের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২২ জানুয়ারি সমগ্র দেশ ”রাজ জ্যোতি” প্রজ্জ্বলিত করেছে, দীপাবলি উদযাপন করেছে, দেশের সম্মিলিত শক্তি দৃশ্যমান ছিল।”
রবিবার ২০২৪ সালের প্রথম মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই বছর ভারতীয় সংবিধানের ৭৫-তম বর্ষপূর্তি, সেই সঙ্গে সুপ্রিম কোর্টও। সংবিধানের মূল কপির তৃতীয় অধ্যায়ে ভারতবাসীর মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এটা খুবই মজার যে তৃতীয় অধ্যায়ের শুরুতে, সংবিধান প্রণেতারা ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণজির ছবিকে স্থান দিয়েছিলেন। প্রভু রামের সুশাসনও সংবিধান প্রণেতাদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।”