টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে আটক গৃহ পরিচারিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: রাজধানী আগরতলা শহর এলাকার ভাটি অভয়নগরের এক বাড়িতে প্রচুর টাকা পয়সা চুরি করে পালানোর চেষ্টা করে এক গৃহপরিচালিকা। প্রায়ই ওই বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র বেপাত্তা হয়ে যেত বলে অভিযোগ বাড়ির মালিকের। কাজের মহিলাকে সন্দেহ করলেও হাতেনাতে ধরতে না পারায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রমাণসহ হাতেনাতে আটক করা হল  গৃহ পরিচারিকাকে। এমনই এক ঘটনা ঘটলো ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দির বাড়িতে।

ঘটনার বিবরণে প্রকাশ,  ডক্টর ইন্দ্রনীল নন্দির বয়স্ক মা ও দিদাকে দেখার জন্য পশ্চিম ভুবনবনের যমুনা ভট্টাচার্য্য নামে এক কাজের মহিলাকে নিযুক্ত করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে বাড়ির বিভিন্ন জিনিস গায়েব হতে থাকে। যেহেতু বাড়িতে কোন পুরুষ লোক থাকে না দুজনকে দেখাশোনা করার জন্য যমুনাই শুধু বাড়িতে থাকে। ফলে বাইরের লোক যে চুরি করবে না তা এক প্রকার নিশ্চিন্ত। ফলে যমুনার প্রতি সন্দেহ বাড়তে থাকে দিন দিন।

কিন্তু হাতে নাতে ধরতে পারছিলেন না কেউই। তাই উপায় না পেয়ে প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বের হওয়ার আগে ইন্দ্রনীল বাবু একটি মোবাইল ফোন লুকিয়ে উনার শোবার ঘরে ভিডিও করার মুডে রেখে দিতেন। শেষমেশ সেই মোবাইলেই ধরা পড়ে যমুনার কীর্তিকলাপ।পাশাপাশি ওনার মা ও জানালা দিয়ে দেখতে পায় আলমারি খুলে টাকা সরানোর দৃশ্য।

রবিবার সকালে এই খবর জানাজানি হতেই খবর দেওয়া হয়েছে পুলিশে। সেখান থেকে যমুনাকে আটক করে নিয়ে আসা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মী।