– গুয়াহাটির হাজোংবড়িতে উদ্বোধন বিদ্যাভারতীর নবনির্মিত ‘মহারাজ পৃথু ছাত্রাবাস’–এর
গুয়াহাটি, ২৭ জানুয়ারি (হি.স.) : অসমের শিক্ষাক্ষেত্রে বহু অবদান আছে বিদ্যাভারতীর, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সৰ্বানন্দ সনোয়াল।
আজ শনিবার গুয়াহাটির উপকণ্ঠ চন্দ্ৰপুরের হাজোংবড়িতে অবস্থিত বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সংবদ্ধ শিশুশিক্ষা সমিতি, অসমের অধীন বিদ্যাভারতী বহুমুখী শৈক্ষিক প্রকল্পে নবনির্মিত ‘মহারাজ পৃথু ছাত্রাবাস’-এর উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ এবং আয়ুষ দফতরের মন্ত্রী সৰ্বানন্দ সনোয়াল।
আমন্ত্ৰিত অতিথির ভাষণে কেন্দ্ৰীয় মন্ত্ৰী নবপ্ৰজন্মের মধ্যে দেশপ্ৰেমের ভাব জাগিয়ে তোলার জন্য বিদ্যাভারতীর অতীত ও বর্তমান কর্মকাণ্ডের ভূয়সী প্ৰশংসা করেছেন। পাশাপাশি ছাত্ৰসমাজকে স্ব স্ব কৰ্মের মাধ্যমে বিশ্ব জয় করতে নিজেদের সক্ষম করে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তবে এর জন্য আমাদের সম্মিলিতভাবে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবৰ্তন আনতে হবে। সৰ্বানন্দ বলেন, আত্মনিৰ্ভরশীল হতে গেলে আমাদের নিজেদের সামৰ্থ্য, শিক্ষায় দক্ষতা এবং পরিসর বৃদ্ধি করতে হবে। অবশ্য এ সব ব্যাপারে নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বিদ্যাভারতীর অবদানকে ধন্যবাদ জানান।
কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর পরামৰ্শে রাষ্ট্ৰসংঘ কর্তৃক স্বীকৃতিপ্ৰাপ্ত আন্তর্জাতিক যোগ দিবস আজ বিশ্বজুড়ে সমাদর লাভ করছে। বলেন, বিশ্বকে আমাদের প্রদেয় অনেক কিছু আছে। আমাদের কেবল আত্মসম্মান জাগ্ৰত করতে হবে। এর জন্য ভারতকেন্দ্ৰিক ও আত্মসম্মানযুক্ত শিক্ষার প্ৰয়োজন, বলেন তিনি।
অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি প্ৰাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. প্ৰদীপ কুমার জোশি নবনির্মিত ছাত্ৰাবাসের নামকরণ সম্পর্কে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, হিন্দু মহাবীর মহারাজ পৃথুর জীবনাদর্শ থেকে অনুপ্ৰেরণা নিয়ে এগিয়ে যেতে হবে ছাত্ৰ সমাজকে। ছাত্রছাত্ৰীদের এই মহাবীরের জীবন ও আদৰ্শ থেকে প্ৰেরণা ও সাহসে বলিয়ান হয়ে মাতৃভূমির প্ৰতি নিজদের দায়বদ্ধতা প্ৰদৰ্শন করতে হবে। পাশাপাশি বিদ্যাভারতী এবং এর সঙ্গে জড়িত সংগঠনগুলি দেশের আত্মসম্মান জাগ্ৰত করতে অহৰ্নিশ যে কাজ করছে তারও প্ৰশংসা করেছেন ড. প্ৰদীপ কুমার জোশি।
ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য বিশিষ্টগণ ছাড়াও ছিলেন বিদ্যাভারতী উচ্চ শিক্ষা সংস্থানের সংগঠন মন্ত্ৰী (সাংগঠনিক সম্পাদক) কেএন রঘুনন্দন, বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্ৰ সম্পাদক ড. জগদীন্দ্ৰ রায়চৌধুরী, বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্ৰ সংগঠন মন্ত্ৰী ড. পবন তিওয়ারি, বিদ্যাভারতী উত্তর অসম প্ৰান্ত সংগঠন মন্ত্ৰী নীরব ঘেলানি, শিশুশিক্ষা সমিতি, অসমের সাধারণ সম্পাদক কুলেন্দ্ৰ কুমার ভাগবতী সহ সংগঠনের বিভিন্ন পদমর্যাদার পদাধিকারী ও কাৰ্যকৰ্তা।
প্রসঙ্গত, এক ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল এবং প্ৰাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়ে আচাৰ্য ড. প্ৰদীপ কুমার জোশির প্রদীপ প্ৰজ্বলন এবং বন্দনার মাধ্যমে।