অনূর্ধ্ব ২৩ মহিলা ক্রিকেটে জয় দিয়ে শুরু করল ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৭ জানুয়ারি।। অনূর্ধ্ব ২৩ জাতীয় এক দিবসীয় মহিলা ক্রিকেটে চমৎকারভাবেই নিজেদের অভিযান শুরু করে ত্রিপুরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা পরাজিত করল প্রতিপক্ষ পন্ডিচেরিকে। গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতা দেশবন্ধু পার্ক গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এই দুটি দল পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় ত্রিপুরা ৫ উইকেটে পরাজিত করে পন্ডিচেরিকে। এদিন সকালে টসে  জিতে ত্রিপুরা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রতিপক্ষকে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পন্ডিচেরির ক্রিকেটাররা। ইনিংসে পন্ডিচেরি ৪৫.৩ সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১০০ রান। পন্ডিচেরির ওপেনিং জুটির ব্যাটসম্যান সউনআয়নআ সর্বোচ্চ ৩৬ রান করে। রাজ্যের পোলারদের মধ্যে পূজা দাস মাত্র ১৪ রান দিয়ে একাই তুলে নেয় চারটি উইকেট। এছাড়া অম্বেষা দাস দুটি দুটি এবং একটি করে উইকেট নেয় সেবিকা দাস, মৌমিতা দেব ও প্রিয়া ত্রিপুরা। জবাবে ত্রিপুরা জয়ের জন্য ১০১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটসম্যান মেঘা সরকারের অপরাজিত ৩৪ রান ও অন্তরা দাসের ৩২ রানের সাহায্যে পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে নেয় জয়ের প্রয়োজনীয়‌ রান। ফলে পাঁচ উইকেটে জয়লাভ করে ত্রিপুরা। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল রবিবার বারাসাত গ্রাউন্ডে ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে মনিপুরের বিপক্ষে।