ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। ত্রিপুরা কি পারবে, প্রথম ইনিংসে লিড নিতে? এখন একটাই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মাঠের ভেতরে এবং বাইরে। রঞ্জি ট্রফির খেলা, প্রতিপক্ষ কর্ণাটক। ঘরের মাঠে ত্রিপুরা ঠিক এই মুহূর্তে ৪৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে প্রথম ইনিংসের অন্তিম উইকেট। আশা করতে দ্বিধা কোথায়। বিক্রম দেবনাথ এর সঙ্গে অজয় সরকারের জুটি। আগামী কাল ম্যাচের তৃতীয় দিনের প্রথম বেলায় আপামর ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ৪৪ রান যোগ করে অন্ততপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার কাজটা করতে পারবেন। কেননা স্থানীয় এমবিবি স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফি ম্যাচে টস জিতে রাজ্যদল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে কর্ণাটককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা প্রায় দিনভর ৭৮.৪ ওভার খেলে ২৪১ রানে ইনিংস শেষ করে। জবাবে আজ, শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে রাজ্য দল ৭৯ ওভার খেলে ১৯৮ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে বিক্রম দেবনাথ ৫৭ রানে উইকেটে রয়েছে। সঙ্গে রয়েছে অজয় সরকার ৫ রানে। এছাড়া, ওপেনার বিশাল ঘোষের ৪৪ রান এবং মনি শংকর মুড়াসিং এর ৩৯ রান ও অধিনায়ক ঋদ্ধিমান সাহার ২৮ রান উল্লেখযোগ্য। শুক্রবারে কর্ণাটকের পক্ষে কিষান বেদারে-র ৬২ রান, মৈয়াঙ্ক আগরওয়াল-এর ৫১ রান ও ব্যাশাখের ৫০ রান উল্লেখযোগ্য ছিল। ত্রিপুরা দলের মনি শংকর মুড়াসিং ৩৫ রানে চারটি এবং রানা দত্ত ৩২ রানে তিনটি উইকেট পেয়েছে।