মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে জন্মদিনে শুভেচ্ছাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। কনরাড সাংমা ১৯৭৭ সালে পশ্চিম গারো পাহাড়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন। তিনি জনপ্রিয় নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পিএ সাংমার পুত্র।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী সাংমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কনরাড সাংমাকে অভিনন্দন জানিয়ে বলেন যে তিনি তাঁর মুখ্যমন্ত্রীর মেয়াদে মেঘালয়ে বহু পরিবর্তনমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এরফলে মেঘালয়ের মানুষের জীবনে পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেছেন।