মেসির মায়ামি এখন এমএলএসের তৃতীয় দামি ক্লাব

মায়ামি, ২৭ জানুয়ারি (হি.স.) : মেসির হাত ধরে ইন্টার মায়ামি ইতিহাসে প্রথম ট্রফি জিতেছে। বিশ্ব ফুটবলে লিওনেল মেসি নামের ওজন যে কতখানি, তা বলে দেওয়ার কিছু নেই। মেসি যেখানেই যান, প্রচারের আলো এসে পড়ে সেখানেই। বিজ্ঞাপনের প্রধান মুখও হয়ে ওঠেন তিনি।

ইন্টার মিয়ামি মেসির আলোয় মাঠ ও মাঠের বাইরে আলোকিত হতে শুরু করেছে। আর্জেন্টাইন এই তারকার সৌজন্যে যুক্তরাষ্ট্রের ক্লাবটি পেল আরেকটি সুখবর। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তিনে উঠে এসেছে মায়ামি। খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’ এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। মিয়ামির ওপর আর যে দুটি দল আছে আছে তারা হল লস অ্যাঞ্জেলেস এফসি (১১৫ কোটি ডলার) ও আটলান্টা ইউনাইটেড (১০৫ কোটি ডলার)।