রাঁচি, ২৭ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দশম সমন পাঠিয়ে মুখোমুখি হওয়ায় নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি কেলেঙ্কারি মামলায় শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে ফের দশম সমন পাঠিয়েছে ইডি। তাঁকে ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ইডি। আগের মতোই ইডি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছে যে হয় আপনি জিজ্ঞাসাবাদের জন্য আসুন না হয় আমরা আসব।
ইডি এর আগে ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে সমন পাঠিয়েছিল। সেই সমনে ২৭-৩১ জানুয়ারির মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একটি সময় নির্ধারণ করে ২৫ জানুয়ারির মধ্যে ইডিকে জানাতে বলেছিল। চিঠির জবাবে হেমন্ত সোরেন ২৫ জানুয়ারি ইডি-র রিসার্চ অফিসারকে চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি ইডির নবম সমন পেয়েছেন তবে জিজ্ঞাসাবাদের তারিখ বা সময় তিনি পরে বলবেন। সোরেনের তরফ থেকে কোনও উত্তর না মেলায় ইডি ফের এদিন দশম সমন পাঠায়।
এর আগে ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে ইডি অফিসে যাননি, বরং তিনি ইডি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকেছিলেন। দুপুর ১টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন ইডি আধিকারিকরা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। সাত ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আসে ইডি দল।

