রাতের আঁধারে সিপিএমের শাখা কার্যালয় ভাঙচুর

আগরতলা,২৭ জানুয়ারি: গতকাল রাতে সোনামুড়া বিধানসভার নতুনবাজারে সিপিএমের শাখা কার্যালয় ভাঙচুর করে দুস্কৃতিকারীরা। ওই এলাকার স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে রাত ১২টা নাগাদ রবীন্দ্রনগরের লোকাল কমিটির সম্পাদককে খবর পাঠিয়েছেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছিল। রাজনৈতিক ষড়যন্ত্র করে সিপিএমের কার্যালয় ভাঙা হয়েছে বলে অভিযোগ শাখা কার্যালয় জনৈক সদ্যসের।

জানা গিয়েছে, রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত সোনামুড়া বিধানসভার নতুনবাজার সিপিএমের শাখা কার্যালয় ভাঙচুর করে দুস্কৃতিকারীরা। শাখা কার্যালয় জনৈক সদ্যসের অভিযোগ,যারা বামপন্থীদের বিরোধী তারাই রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে ভাঙচুর করেছিলেন । এর আগে ও দুবার তাদের এই অফিস আক্রমণ হয়েছিল এবং ভাঙার চেষ্টা করা হয়েছিল। এমনকি এই অফিসের বৈধ কাগজপত্র রয়েছে।