দুই বিচারপতির বেনজির সংঘাত, বৈঠক পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার দুই বিচারপতির বেনজির সংঘাতের সাক্ষী থেকেছিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের এক নির্দেশ নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য।

কলকাতা হাইকোর্টে এই বেনজির সংঘাত নিয়ে শুক্রবার স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে এই ব্যাপারে পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে জরুরি ভিত্তিতে শুনানি শুরু হয়।
সুপ্রিম কোর্টের ওই পাঁচ সদস্যের বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাওয়াই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সেন, দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

শীর্ষ আদালত জানিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি মনে করেন তিনি এই মামলার অন্তর্ভুক্ত হতে পারেন। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এভাবে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে পারে না। সাধারণ ক্ষেত্রে বাড়ি ভাঙা বা ফাঁসির আসামীর ক্ষেত্রে এইধরনের মৌখিক নির্দেশ দেওয়া যায় ও জানায় আদালত।
মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে সংঘাতে জড়িয়েছিলেন দুই বিচারপতি। ওই মামলায় সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর অর্ডার কপি না দেখেই কীভাবে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করল তা নিয়ে এজলাসে বসেই প্রশ্ন তোলেন তিনি।