ঘাস কাটার কাঁচি মাথায় বিঁধল স্কুল ছাত্রের

আগরতলা, ২৭ জানুয়ারি: আজ সকালে বিবেকনগর আমতলী রামকৃষ্ণ মিশনে কাজ করতে গিয়ে দশম শ্রেণীর পাঠরত ছাত্রের মাথায় ঘাস কাটার কাঁচি গেঁথে গিয়েছে। ওই ঘটনায় গোটা মিশনে তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। বর্তমানে ওই ছাত্র জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

মিশনের জনৈক শিক্ষক উদয় পাল জানিয়েছেন, আজ সকালে সিধাই মোহনপুরের বাসিন্দা রুশান দেববর্মার মাথায় ঘাস কাটার কাঁচি গেঁথে গিয়েছে। সাথে সাথে তাঁর পরিবারকে খবর পাঠানো হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমনে সে সুস্থ আছে।