প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের বৃহত্তম দিন : রতনলাল নাথ

আগরতলা,২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের বৃহত্তম দিন। বিগত দিনে দেশে বহু সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু জনগণ সংবিধানকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। আজ অ্যালবার্ট এক্কা পার্কে সাধারণত্রন্ত্র দিবস  উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

এদিন অ্যালবার্ট এক্কা পার্কে সাধারণত্রন্ত্র দিবস উদযাপন করা হয়েছিল। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য  অর্পণ করেছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এদিন  কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেশ এগিয়ে চলেছে।  আজকের এইদিনে প্রত্যেক নাগরিকের উচিত এর সন্মান জানানো। এই দিনটিকে সামনে রেখে আগামী দিনে যেন এক নতুন ভারত গড়ে তুলতে পারেন তার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তাঁর কথায়, আজকের এই দিনটি আমাদের দেশের জন্য খুবই গুরুক্তপূর্ণ।  বিগত দিনে দেশে বহু সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু জনগণ সংবিধানকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে দেশের অগ্রগতি। বিশেষ করা কৃষি থেকে অগ্রগতি সকল ক্ষেত্রে সাফল্য লাভ করে বলেন তিনি।