কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): মাঝপথেই ন্যায়যাত্রা স্থগিত রেখে দিল্লি ফিরেছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালেই বিশেষ হেলিকপ্টারে চড়ে তিনি রাজ্য ছেড়েছেন। শোনা গিয়েছে রাজ্যের কাছে অনুমতি না মেলায় তাঁর যাত্রা বাতিল করে ফিরতে হয়েছে। শুক্রবার সেই প্রসঙ্গে রাজ্যপালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ” পুরো বিষয়টা দেখার জন্য এখানে প্রশাসন আছে। তারা এবিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে।প্রশাসন যদি না দেখে তবে আমি নিজেই দেখবো।”
উল্লেখ্য, ভোটের আগে রাহুলের ন্যায় যাত্রা মানুষের কাছে পৌঁছানোর হাতিয়ার ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আর এগোতে না পারায় অনেকটা ক্ষতি হল কংগ্রেসের। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।