জয়পুর, ২৬ জানুয়ারি (হি.স.): রাজস্থান তথা সমগ্র দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। দেশবাসীর কাছে তাঁর আহ্বান, দেশ গঠনে প্রতিটি নাগরিকের অবদান অপরিহার্য। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে জয়পুরে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
পরে তিনি বলেন, “আমি সমস্ত নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। বিকশিত ভারত সংকল্পের সময়, প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেক নাগরিকের কিছু কর্তব্য আছে এবং আমি তাঁদের কর্তব্য মনে করিয়ে দিয়ে বলতে চাই, দেশ গঠনে প্রতিটি নাগরিকের অবদান অপরিহার্য। তাই দেশ গঠনে আমাদের দায়িত্ব পালন করা উচিত।” মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

