হাফলং (অসম), ২৬ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলাকে ড্রাগস মুক্ত করার আহ্বান জানালেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। দেশের ৭৫-তম গণতন্ত্র দিবসে শুক্রবার হাফলং এনএল দাওলাগপু স্পোর্টস কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দিচ্ছিলেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
দেবোলাল বলেন, আজকের যুবপ্রজন্ম যেভাবে নেশায় অসক্ত হচ্ছে তা এক উদ্বেগজনক ব্যাপার। তাই নেশামুক্ত সমাজ ও পাহাড়ি এই জেলাকে ড্রাগসমুক্ত করতে সবাইকে এক জোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এমন-কি এজন্য প্রশাসনকে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও আহ্বান জানান তিনি। বলেন, এতেই পাহাড়ি জেলাকে ড্রাগসমুক্ত করা সম্ভব হবে।
ভাষণ দিতে গিয়ে যুবসমাজকে পড়াশোনা ও ক্রীড়াক্ষেত্রে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে দেবোলাল বলেন, আগামীতে ক্রীড়াক্ষেত্রে অনেক চাকরির রাস্তা রয়েছে। তাছাড়া ডিমা হাসাও জেলায় আগামীতে বেকার-যুবতীদের চাকরির রাস্তা খুলবে। তিনি বলেন, তিন হাজার বেকার-যুবতীর চাকরির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেন দেবোলাল গার্লোসা।
সিইএম গার্লোসা বলেন, ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ প্রবর্তনের যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও একবার দৃঢ়তার সঙ্গে বলেন, পাহাড়ে পঞ্চায়েতরাজ ব্যবস্থা কোনওদিন প্রবর্তন হবে না।
তিনি বলেন, ডিমা হাসাও জেলায় শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পর্যটন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অধিক গুরুত্ব প্রদান করা হবে। বলেন ডিমা হাসাও জেলাকে সব দিক দিয়ে অসমের মধ্যে এক নম্বর জেলা হিসেবে গড়তে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেবোলাল বলেন, এপিএসি পরীক্ষার জন্য বিনামূল্যে সুপার থার্টি কোচিং সেন্টার খোলা হয়েছে। এবার মেডিক্যাল কোচিংয়ের জন্য সুপার হান্ড্রেড কোচিং সেন্টার মাইবাং ও হাফলঙে খোলা হবে বলে মন্তব্য করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
আজ সরকারিভাবে আয়োজিত গণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমে শহিদ তর্পণ করে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দেবোলাল গার্লোসা। এর পর গণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে আসাম পুলিশ, আসাম পুলিশ ব্যাটালিয়ান, গৃহরক্ষী বাহিনী, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডসদের অভিবাদন গ্রহণ করেন তিনি।
তাছাড়া গণতন্ত্র দিবসের অনুষ্ঠান ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত লোকনৃত্য অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দেয়। মার্চপাস্টে অংশগ্রহণকারী এনসিসি ও স্কাউট অ্যান্ড গাইডস ক্যাডারদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিবাহী সদস্য দেবোলাল গার্লোসা ও পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই।
বেলা ২-টা থেকে এনএল দাওলাগপু স্পোর্টস কমপ্লেক্সে জেলাশাসক ও পুলিশ সুপার একাদশ বনাম উত্তর কাছাড় পার্বত্য একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, পার্বত্য পরিষদের নির্বাচিত সদস্য সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

