আগরতলা, ২৬ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত গর্বের বিষয়। দেশকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবসে একথা বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ)
মানিক সাহা।
প্রসঙ্গত, আজ গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। আজ সকালে নিজ বাড়িতে ও সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অতুলনীয়। ভারতীয় সংবিধাকে মান্যতা দিয়ে আমাদের সব কাজ করতে হবে।