হরিদ্বার, ২৫ জানুয়ারি (হি.স.) : উত্তরাখন্ডের রুরকির সিভিল লাইন কোতোয়ালি এলাকায় এসবিআই শাখার সামনে একটি গাড়ি স্কুটার আরোহী তরুণীকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মেয়েটি গুরুতর আহত হয়। পুলিশ তাঁকে রুরকি সিভিল হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই তরুণী জ্বলাপুরের বাসিন্দা সিমরন কৌর (২০)।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিমরান এসডিএম চক থেকে স্কুটিতে করে ব্যাঙ্কের দিকে আসছিলেন। ব্যাংকের কাছে পৌঁছতেই সামনে থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়ির আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লোকজন দুর্ঘটনার খবর পুলিশকে জানায়। আহত তরুণীকে রুরকি সিভিল হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচানো যায়নি। পুলিশ গাড়ির আরোহীর খোঁজ শুরু করেছে।

