যুব মোর্চার উদ্যোগে রাজ্যেও চলছে নব মতদাতা সম্মেলন


আগরতলা, ২৫ জানুয়ারি: আজ যুব মোর্চার উদ্যোগে দেশব্যাপী চলছে নব মতদাতা সম্মেলন। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রেও চলছে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নব মতদাতা সম্মেলন।

প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মন্ত্রী, বিধায়করা উপস্থিত থেকে নতুন ভোটারদের স্বাগত জানিয়েছেন। তাছাড়া, মুখ্যমন্ত্রী বড়দোওয়ালী বিধানসভা কেন্দ্রে সখীচরণ স্কুলে নব মতদাতা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে নব ভারত নির্মাণের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করা হবে।