কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : সিবিআই দফতরে হাজিরা দিলেন এসএসসি দুর্নীতির দালাল প্রসন্ন রায়। আর সে কারণে ইডির তলবে গেলেন না সূত্রের খবর, বিপুল সম্পত্তির উৎস খুঁজতেই তাঁকে তলব করা হয়েছিল এদিন।
নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এদিন মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করে ইড। সূত্রের খবর, প্রসন্ন ইডি-কে জানান, নিয়োগ দুর্নীতির একটি মামলায় আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাবেন। তাই ইডি-র দফতরে যেতে পারছেন না।
ইডি সূত্রে খবর, প্রসন্নকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। ইডি-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির উৎস খুঁজে বার করতেই এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকে পাঠায় বলে সূত্রের খবর। কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিলেও ইডি দফতরে গেলেন না নিয়োগ দুর্নীতি মামলার দালাল।
সুপ্রিম কোর্ট থেকে জামিনের ৭০ দিনের মাথায় গত সপ্তাহে প্রসন্ন রায়ের ‘দুয়ারে’ যায় ইডি। নিউটাউনে প্রসন্নর একাধিক ঠিকানা সহ ৮ জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা রয়েছে প্রসন্ন রায়ের, রয়েছে কার রেন্টাল সার্ভিসও। সল্ট লেকের এই অফিসেও হানা দিয়েছিল ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত ৪০০ থেকে ৪৫০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’। এই সম্পত্তিগুলির ‘ডিড ভ্যালু’ ১২৫ কোটি। কিন্তু ‘মার্কেট ভ্যালু’ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডির। প্রশ্ন উঠেছে, শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই ৪০০ কোটির সম্পত্তি কেনা সম্ভব?

