নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, গৌরবময় ঐতিহ্য রক্ষায় সর্বদা নিবেদিতপ্রাণ হিমাচলবাসী। ২৫ জানুয়ারি দিনটি হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।
বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “হিমাচল প্রদেশে আমার পরিবারের সদস্যরা প্রকৃতি, শিল্প ও সংস্কৃতির প্রতি ভালোবাসার পাশাপাশি নিজেদের সাহস ও সাহসিকতার জন্য পরিচিত। নিজেদের গৌরবময় ঐতিহ্য রক্ষায় সর্বদা নিবেদিতপ্রাণ। রাজ্যের প্রতিষ্ঠা দিবসে আমার শুভেচ্ছা।”

