দেশের প্রায় ৩০ লক্ষ নতুন ভোটারদের সাথে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল আলোচনা করেছেন : রাজীব ভট্টাচার্য্য


আগরতলা, ২৫ জানুয়ারি: দেশের প্রায় ৩০ লক্ষ নতুন ভোটারদের সাথে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল আলোচনা করেছেন। তারই অঙ্গ হিসেবে ৯-বনমালীপুর মণ্ডলের নতুন ভোটারদের নিয়ে নব মতদাতা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ নব মতদাতা সন্মেলন অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

প্রসঙ্গত, জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আজ শিবনগর মর্ডান ক্লাবে আয়োজিত নব মতদাতা সন্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
এদিন অনুষ্ঠানে নতুন ভোটার সহ অন্যান্য কার্যকর্তারা অংশগ্রহণ করেছেন।

এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, দেশের প্রায় ৩০ লক্ষ নতুন ভোটারদের সাথে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল আলোচনা করেছেন।