নিজেদের ও দেশকে আত্মনির্ভর সত্ত্বা হিসাবে গড়ে তোলার ক্ষমতা রয়েছে কৃষকদের : অর্জুন মুন্ডা

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): নিজেদের ও দেশকে আত্মনির্ভর সত্ত্বা হিসাবে গড়ে তোলার ক্ষমতা রয়েছে কৃষকদের। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা বৃহস্পতিবার নতুন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুজকাওয়াজে আমন্ত্রিত কৃষক উৎপাদক সংগঠন-এফপিও-র সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

১০ হাজার এফপিও তৈরি ও প্রচারের উদ্দেশ্যে সরকার ২০২০ সালে একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করে। এ জন্য বাজেট বরাদ্দ হয় ৬ হাজার ৮৬৫ কোটি টাকা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা এদিন বলেছেন, “আগামীকাল দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপনকারী কৃষকরা ভারতীয় গণতন্ত্রের সারমর্মকে ধারণ করেন, যেখানে প্রত্যেকের কণ্ঠস্বর রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *