গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লিতে ২০২৩ সালের জন্য সেরা নির্বাচনী অনুশীলন পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন।”

রাষ্ট্রপতির কথায়, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এদিন নতুন দিল্লিতে ১৪-তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বলেছেন, এ বছর সমগ্র দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গোটা দেশে ১২ লক্ষ ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, দেশে ৯৬ কোটির বেশি ভোটার রয়েছেন এবং ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে নির্বাচন কমিশন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের সময় প্রযুক্তির ভূমিকা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *