নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হিমাচল প্রদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করলেন, হিমাচল প্রদেশের জনগণের সুখ ও সমৃদ্ধির জন্য নিবেদিত কংগ্রেস দল।
২৫ জানুয়ারি দিনটি হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। হিমাচলে এখন কংগ্রেসের সরকার রয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক এক্স-এ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, “অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শান্তির জন্য প্রসিদ্ধ ”দেবভূমি” হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কংগ্রেস দল হিমাচলের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য সম্পূর্ণরূপে নিবেদিত।”

