রবিবার শুরু মুখ্যমন্ত্রীর ৫ দিনের উত্তরবঙ্গ সফর

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : নিজের উত্তরবঙ্গ সফরের সূচি এবং পরীক্ষার সময়কালে মাইক বাজানোর বিধির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ধন ধান্য অডিটোরিয়ামে বিখ্যাত খেলোয়াড়দের পুরস্কৃত করার অনুষ্ঠানে তিনি বলেন, “২৮ তারিখ আমি রওনা দেব। হাসিমারা যাব। সেখান থেকে যাব কোচবিহার।

২৯ তারিখ কোচবিহারে কর্মসূচি আছে। তারপর সেখান থেকে উত্তরকন্যায় ফিরব। সেখানে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের পাট্টা বিলি আছে। তার পরের দিন যাব রায়গঞ্জে, সেখান থেকে বালুরঘাটে। তার পরের দিন যাব মালদায়। এরপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে যাবে। ২৮ তারিখ থেকে ১-২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি।
যেহেতু পরীক্ষা চালু হচ্ছে ২ তারিখ থেকে, বাইরে মাইক ব্যবহার বন্ধ। তিন দিন আগে থেকে বাইরে মাইক ব্যবহার করা যায় না। তাই আমরা ইনডোরে করব, বক্স লাগিয়ে কর্মসূচি করব। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাইরের সভা করব।