ইন্ডি জোটের একটি স্তম্ভ টিএমসি, আসন বাটোয়ারা নিয়ে মমতার ঘোষণায় প্রতিক্রিয়া জয়রাম রমেশের

বরপেটা (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ইন্ডি জোটের একটি স্তম্ভ তৃণমূল কংগ্রেস (টিএমসি), আসন বাটোয়ারা নিয়ে টিএমসি-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা দলের সমন্বয়-প্রধান জয়রাম রমেশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন, তাঁর দল রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। মমতার ঘোষণা সম্পর্কে কংগ্রেসের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়রাম বলেন, তাঁর (মমতা) এই ঘোষণায় জাতীয় কংগ্রেস বিস্মিত। তাঁকে ছাড়া ইন্ডি জোট কল্পনা করতে পারে না। পশ্চিমবঙ্গে একটি সমাধান সূত্র বের করে জোটবদ্ধভাবে লড়াইয়ের আশা করে কংগ্রেস, বলেন রমেশ।

আজ সকালে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিম্ন অসমের বরপেটায় প্রবেশ করেছে। যাত্রার সঙ্গে এসেছেন সমন্বয়-প্রধান জয়রাম রমেশও। এখানে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা পর কংগ্রেসের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জয়রাম বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংকল্প করেছেন তার সঙ্গে একমত কংগ্রেসও। তিনি বলেন, ‘আমরা মমতাজি ছাড়া ইন্ডি জোটের কল্পনা করতে পারি না। আগামীকাল আমাদের যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে।’

প্রসঙ্গত, গতকাল কামরূপ জেলার অন্তর্গত হাজোয় সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। মাঝে মাঝে আমাদের নেতারা কিছু কিছু মন্তব্য করেন। অধীররঞ্জন চৌধুরী আসন সমঝোতা নিয়ে যে মন্তব্য করেছেন, তার ওপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস-সুপ্রিমোর বিরুদ্ধে কোনও মন্তব্য করব না। তবে অধীর চৌধুরী যা বলেছেন তা কোনও ব্যাপার নয়, এতে কিছু যায় আসে না। কংগ্রেস অবশ্য মমতার সহায়তা ছাড়াই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমরা মমতার সাহায্যে নির্বাচনে লড়ব না।’ রাহুল অবশ্য বলেছিলেন, টিএমসির সাথে চলমান আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। ছোটখাটো মতপার্থক্য আছে, যা সহজেই সমাধান করা যেতে পারে।

রাহুল গান্ধী গতকাল যে বিবৃতি দিয়েছেন, সে সম্পর্কে জিজ্ঞাসা করলে জয়রাম ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় নির্বাচনে সহযোগিতামূলক লড়াইয়ের আশা প্রকাশ করছেন তাঁরা।