জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আগামীকাল যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হবে : সুশান্ত দেব

আগরতলা, ২৪ জানুয়ারি: আগামীকাল জাতীয় ভোটার দিবস। এরই অঙ্গ হিসেবে আগামীকাল দেশ ব্যাপী যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।

এদিন শ্রী দেব বলেন, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকাল ১০টা থেকে ৬০ টি বিধানসভার প্রত্যেক এলাকায় ওই কর্মসূচি শুরু হবে।

এদিহ তিনি প্রত্যেক নতুন ভোটারদের নিজ নিজ বিধানসভায় যুব মোর্চার ওই কর্মসূচিতে যোগদান করতে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।