অত্যাধুনিক সিটি স্ক্যান সার্ভিসের উদ্বোধন ধর্মনগর জেলা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জানুয়ারি: বুধবার ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অত্যাধুনিক সিটি স্ক্যান সার্ভিসের উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উনার সাথে ছিলেন পুরপরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালের এমএস ডক্টর দীপক হালদার, এলাকার কাউন্সিলর রাহুল কিশোর রায় সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা।

বিশ্ববন্ধু সেন বলেন কেন্দ্রে মোদি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একের পর এক সুবিধা উত্তর জেলার মানুষ স্বাস্থ্য বিভাগের উপর পেয়ে যাচ্ছে। এর মধ্যেই ট্রমা সেন্টার উদ্বোধন হয়ে যাবে, সিটি স্ক্যান সার্ভিস পূর্ব থেকেই ছিল এখন আরো অত্যাধুনিকভাবে চালু হলো। মানুষ ফ্রি ডায়ালাইসিসের ব্যবস্থা পাচ্ছে। বেডে বেডে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা রয়ে গেছে কারণ এখানে অক্সিজেন প্লান্ট ইতিমধ্যেই কাজ করে চলেছে বলে জানিয়েছেন তিনি।

শুধুমাত্র শৌচালয়ের যে খারাপ ব্যবস্থা রয়েছে তা অধ্যক্ষ অকপটে স্বীকার করেন এবং তা অতিসত্বর ঠিক করে স্বচ্ছ পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। সার্বিকভাবে চিন্তা করলেন কেন্দ্রে মোদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক এক করে স্বাস্থ্য বিভাগে ধর্মনগরে প্রভূত উন্নয়ন সাধিত হচ্ছে বলে অভিমত ধর্মনগরের সাধারন মানুষের।